সোমবার-১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ-৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ-১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

সম্মান জানানো উচিত সাকিবের সিদ্ধান্তকে : ডমিঙ্গো

ক্রিড়া ডেস্ক : সাকিব আল হাসান দেশের হয়ে টেস্ট সিরিজ না খেলে আইপিএলে খেলার সিদ্ধান্ত নেওয়ায় সাকিব আল হাসানের সমালোচনা করছেন অনেকে। কেউ কেউ তার দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলছেন। সাকিবের সিদ্ধান্তে নাখোশ খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনও। কিন্তু জাতীয় দলের প্রধান কোচ ডমিঙ্গো বিষয়টা অন্যভাবে দেখছেন। তার মতে, সাকিবের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিবের সিদ্ধান্ত নিয়ে ডমিঙ্গো বলেন, ‘কোচ হিসেবে সবসময়ই সাকিবকে আমি দলে চাইবো। তবে যদি কোনো খেলোয়াড় খেলার ব্যাপারে পুরোপুরি আগ্রহী না হয়, তার যদি অন্য সুযোগ থাকে, তাহলে এই এক সিদ্ধান্তের ওপর ভিত্তি করে তার বিচার করাটা ঠিক নয়। ‘

তিনি আরও বলেন, ‘সে (সাকিব) হয়তো বিভিন্নজনের কাছ থেকে মত নিতে পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তাকেই নিতে হবে। আর কোচ হিসেবে বলতে পারি, তার সিদ্ধান্তকে আমাদের সম্মান জানানো উচিত। এর সঙ্গে তার ক্যারিয়ার ও জীবিকা জড়িত- ফলে আমরা এসব বিচার করার কেউ নই। ‘

সম্প্রতি বিসিবি প্রধান জানিয়ে দিয়েছেন, দেশের হয়ে খেলার জন্য বোর্ড কাউকে জোর করবে না। ডমিঙ্গোও তার কথায় সুর মিলিয়ে বলেন, ‘সাকিব যখন বাংলাদেশের হয়ে খেলে, আমি জানি সে নিজের সেরাটা দিয়েই খেলে। এখন সে কোন কোন ফরম্যাটে খেলবে তা নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু এখনকার ক্রিকেটে কোনো ফরম্যাটে খেলার জন্য কাউকে জোর করা যায় না। ক্রিকেটার ও বোর্ডের সিদ্ধান্তকে আমাদের সম্মান জানাতে হবে। ‘

এবারের আইপিএলের নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্স। এই আসরে খেলার জন্য বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরে দুই টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি। বর্তমানে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। পিতৃত্বকালীন ছুটিতে থাকায় নিউজিল্যান্ড সফরে থাকছেন না বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব না থাকায় তার বদলি খোঁজার চেষ্টাও করতে হচ্ছে ডমিঙ্গোকে, ‘আমরা সাকিবকে ছাড়া খুব বেশি ওয়ানডে খেলিনি। ফলে তার বিকল্প অলরাউন্ডার খুঁজতে হচ্ছে। টেস্টে মিরাজ নিজের সামর্থ্য দেখিয়েছে। এখন আমাদের আরও অলরাউন্ডার বের করে আনতে হবে। আর লোয়ার- মিডল অর্ডারে ফিনিশিং দেওয়ার মতো খেলোয়াড় দরকার। শেষে দায়িত্ব নেওয়ার মতো কাউকে খুঁজছি। ‘

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype