ডেস্ক নিউজ : গ্রীস সরকার বাংলাদেশে তাদের আবাসিক মিশন চালু করতে আগ্রহী এবং এ ব্যাপারে প্রয়োজনীয় কাজ চলছে, বলেন, বাংলাদেশে গ্রীসের নব-নিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত দিনোইসিওস কিভেতোস । রাষ্ট্রদূত মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশকালে এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশে আবাসিক মিশন চালু করার ব্যাপারে আগ্রহী এবং শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। পরিচয়পত্র পেশ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি’র প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে এ কথা জানান।
নব-নিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও গ্রীসের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ঢাকায় গ্রীসের আবাসিক মিশন চালুর সম্ভাবনার ব্যাপারে রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন যে, এ ব্যাপারে গ্রীক সরকার শিগগিরই একটি ইতিবাচক পদক্ষেপ নেবে।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মানুষ প্রাচীন গ্রীক সভ্যতা, ঐতিহ্য ও সংস্কৃতির ব্যাপারে জানতে অনেক আগ্রহী। গ্রীসে অনেক প্রবাসী বাংলাদেশী কাজ করছে উল্লেখ করে আব্দুল হামিদ বলেন, তারা দু’দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলাদেশে চলমান রোহিঙ্গা সংকট প্রসঙ্গে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, গ্রীসসহ আন্তর্জাতিক সম্প্রদায় এ সমস্যা সমাধানে সর্বাত্মক প্রয়াস চালাবে।
রাষ্ট্রদূত কোভিড-১৯ মহামারী মোকাবেলায় সময় উপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন।
এ সময়, রাষ্ট্রদূত বাংলাদেশে তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনও এ সময় উপস্থিত ছিলেন। এর আগে, রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর একটি চৌকশ অশ্বারোহী দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
ডেস্ক নিউজ : গ্রীস সরকার বাংলাদেশে তাদের আবাসিক মিশন চালু করতে আগ্রহী এবং এ ব্যাপারে প্রয়োজনীয় কাজ চলছে, বলেন, বাংলাদেশে গ্রীসের নব-নিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত দিনোইসিওস কিভেতোস । রাষ্ট্রদূত মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশকালে এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশে আবাসিক মিশন চালু করার ব্যাপারে আগ্রহী এবং শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। পরিচয়পত্র পেশ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি’র প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে এ কথা জানান।
নব-নিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও গ্রীসের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ঢাকায় গ্রীসের আবাসিক মিশন চালুর সম্ভাবনার ব্যাপারে রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন যে, এ ব্যাপারে গ্রীক সরকার শিগগিরই একটি ইতিবাচক পদক্ষেপ নেবে।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মানুষ প্রাচীন গ্রীক সভ্যতা, ঐতিহ্য ও সংস্কৃতির ব্যাপারে জানতে অনেক আগ্রহী। গ্রীসে অনেক প্রবাসী বাংলাদেশী কাজ করছে উল্লেখ করে আব্দুল হামিদ বলেন, তারা দু’দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলাদেশে চলমান রোহিঙ্গা সংকট প্রসঙ্গে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, গ্রীসসহ আন্তর্জাতিক সম্প্রদায় এ সমস্যা সমাধানে সর্বাত্মক প্রয়াস চালাবে।
রাষ্ট্রদূত কোভিড-১৯ মহামারী মোকাবেলায় সময় উপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন।
এ সময়, রাষ্ট্রদূত বাংলাদেশে তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনও এ সময় উপস্থিত ছিলেন। এর আগে, রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর একটি চৌকশ অশ্বারোহী দল তাকে গার্ড অব অনার প্রদান করে।