আবদুল মান্নান,মানিকছড়ি ঃ- আজ অমর একুশে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষা প্রতিষ্ঠায় ১৯৫২ সালে এদেশে জীবন দিয়েছে ছাত্র- জনতা। ভাষার অধিকার আদায়ে জীবন দেওয়ার ঘটনা বিশ্বে বিরল। ফলে বাঙ্গালী জাতি ভাষা শহীদদের স্মরণে অমর একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে বিনম্র শ্রদ্ধায় সমবেত হয়। মানিকছড়ির সর্বস্তরের আম- জনতা সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে।
মহান একুশে ফেব্রুয়ারী রবিবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারী – বেসরকারী ও রাজনৈতিক কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনর্মিত ও কালো পতাকা উত্তোলন শেষে শহীদ বেদীতে সর্বস্তরের জনসমাগম ঘটে। প্রথমে উপজেলা প্রশাসন, এর পর উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সাংসদ, পুলিশ বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি ও অঙ্গসংগঠন, সামাজিক সংগঠন, শিক্ষক, ছাত্র ও ক্রীড়া সংগঠনগুলো পুস্পমাল্য নিয়ে শহীদ বেদীতে বিনম্র শ্রদ্ধা জানায়।
শহীদ বেদীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে মোনাজাতের মাধ্যমে শহীদদের আত্মার শান্ত কামনা করা হয়। শহীদ বেদীতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, ইউএনও তামান্না মাহমুদ, জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা,ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, ডলি চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, মোঃ সফিউল আলম চৌধুরী, অফিসার ইনচার্জ আমির হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, মোঃ শহীদুল ইসলাম মোহন, মোঃ আবুল কালাম আজাদ, ক্যয়জরী মহাজন, যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক চহ্লাপ্রু মারমা নিলয়সহ সকল নেতৃবৃন্দ।
পরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদীতে আসেন বিএনপির সভাপতি এম.এ.করিম ও সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক।
পরে উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও তামান্না মাহমুদের সভাপতিত্বে অনুষ্টিত হয় আলোচনা সভা। এতে সকল প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে রচনা, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এদিকে একুশের প্রথম প্রহরে উপজেলা আওয়ামীলীগ দলীয় অফিসে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে শহীদ মিনারে দল ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের নিয়ে পুস্পমাল্য অর্পন করেন সভাপতি মোঃ জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দীন।