সোমবার-১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ-৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ-১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

হাটহাজারী সাংবাদিক সমিতির সভাপতি বাবলু সম্পাদক মোহাম্মদ আলী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সাংবাদিক সমিতি হাটহাজারী উপজেলা শাখা’র (২০২১-২০২২) পূর্নাঙ্গ কমিটি রবিবার (২১ফেব্রুয়ারি) গঠন করা হয়। বাংলাদেশ সাংবাদিক সমিতি হাটহাজারী উপজেলা শাখা’র পূর্নাঙ্গ কমিটি গঠন উপলক্ষে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি বাবলু দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সবার সম্মতিক্রমে বাবলু দাশ (ভোরের কাগজ) কে সভাপতি এবং মোহাম্মদ আলী (সমকাল) পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করে কমিটির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সভায় নির্বাচিত কমিটির সদস্যরা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি হিসেবে শ্যামল নাথ (গিরি দর্পন), সহ-সভাপতি যথাক্রমে কে এম জাহেদ মঞ্জু( দৈনিক বর্তমান) মোহাম্মদ আলমগীর (সি-প্লাস), যুগ্ন -সম্পাদক মোহাম্মদ পারভেজ (গণকন্ঠদ),

অর্থ সম্পাদক উজ্জ্বল নাথ (প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন (যায়যায়দিন), দপ্তর সম্পাদক আবু সাহেদ (মানবজমিন), প্রচার সম্পাদক সুমন পল্লব (নবচেতনা), ক্রীড়া সম্পাদক মো. জামসেদ (বর্তমান কথা),

সাংস্কৃতিক সম্পাদক মোঃ কুতুব উদ্দিন (ভোরের দর্পন), ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদ আল আজাদ(খবরপত্র) ।
সদস্য হিসেবে বিপুল বড়ুয়া (দৈনিক জনতা), মো. জাহেদুল আলম জাহিদ (শাহ আমানত),

মো. নাজিম উদ্দিন (দৈনিক খবর), আবুল মনসুর (সময়ের নিউজ) নুর মালেক (আমার সময়), মোহাম্মদ জাসেদ (আমিরাত সংবাদ অনলাইন পোর্টাল), নুর উদ্দিন ও গিয়াস উদ্দিন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype