
আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের লুজিয়ানায় বন্দুকের দোকানে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নিউ অরলিয়েন্স শহরের মেটারিতে অবস্থিত জেফারসন গান আউটলেট নামের এই বন্দুকের দোকানে গোলাগুলির ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জোসেফ লোপিন্টো জানান, এক বন্দুকধারী প্রথমেই গুলি করে ওই দোকানের দুই জনকে হত্যা করে। পরে অন্যরাও আক্রমণকারীকে লক্ষ্য করে গুলি শুরু করলে ওই বন্দুকধারী দোকানের ভেতর বা পার্কিং লটে নিহত হয়।
গোলাগুলিতে আহত দুই জনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। তারা এখন স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানায় কর্তৃপক্ষ। তবে আক্রমণকারী বন্ধুকধারী ওই দোকানের কর্মী না গ্রাহক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে পুলিশ জানায়। বিস্তারিত ঘটনা জানার জন্য তারা তদন্ত করছেন বলে জানান।