
ডেস্ক নিউজ : প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক’ ঘোষণা করেছে সরকার। প্রথম বছরই এ পুরস্কার পাচ্ছেন জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামসহ তিন গুণী। একইসঙ্গে এবার একটি প্রতিষ্ঠানও পাচ্ছে এ পুরস্কার। মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন, বিকাশ, চর্চা, প্রচার-প্রসারে অবদানে স্বীকৃতির জন্য এ পদক ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক মো. শাফীউল মুজ নবীন সাংবাদিকদের এ তথ্য জানান।
মো. শাফীউল মুজ বলেন, জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণে অবদানের জন্য খাগড়াছড়ির জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা ও উজবেকিস্তানের গবেষক ইসমাইলভ গুলম মিরজায়েভিচ এবছর প্রথমবারের মতো পুরস্কার পাচ্ছেন। এর বাইরে প্রতিষ্ঠান হিসেবে আদিবাসী ভাষা নিয়ে কাজ করা বলিভিয়ার অনলাইন উদ্যোগ অ্যাক্টিভিজমো লেংকুয়াস এ বছর বাংলাদেশ সরকারের এ সম্মাননা পাচ্ছে।
তিনি জানান, মুজিববর্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।
শাফীউল মুজ নবীন বলেন, সরকার আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এ বছরই প্রথম এ সম্মাননা দেওয়া হচ্ছে। এখন থেকে প্রতি দুই বছর পর পর জাতীয় পর্যায়ে দুটি এবং আন্তর্জাতিক পর্যায়ে দুটি পদক দেওয়া হবে।
আগামি ২১ ফেব্রুয়ারি বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেবেন।