রতন বড়ুয়া : চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সদস্যদের ফুলদিয়ে শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট (বসাজো) চট্টগ্রাম জেলা শাখার নির্বাহী সদস্যগণ।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় চট্টগ্রাম আইনজীবী সমিতির অডিটোরিয়াম হলে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার সভাপতি এডভোকেট কামরুন নাহার, সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, সংগঠনের মুখপাত্র স ম জিয়াউর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ নোমান লিটন, সাধারণ সম্পাদক আবুল বশর, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ উল্লাহ চৌধুরী সুমন, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হাসান মুরাদ, সহ-সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ গোলাম রহমান, সহ-অর্থ সম্পাদক মাসুমা কামাল আঁখি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক সুমন দত্ত, প্রকাশনা সম্পাদক জামশেদ রাসেল, ক্রীড়া সম্পাদক বায়েজিদ ফরায়েজী, কার্যনির্বাহী সদস্য নাসরিন আকতার নাহিদা, লাকি আকতার, জয়া চৌধুরী, শিল্পী বসাক, মিনহাজুল ইসলাম, শারমিন আকতার জয়া, মো. ওসমান খান, মো. আবেদ খান, সাংবাদিক রতন বড়ুয়া প্রমুখ।