
মো. জাবেদুর রহমান : চট্টগ্রাম সিটি করপোরেশনে নব নির্বাচিতদের প্রথম সাধারণ সভা হতে যাচ্ছে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি)। থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠেয় এ সভায় সভাপতিত্ব করবেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।
এ বিষয়ে চসিকের প্রধান নির্বাহী কাজী মুজাম্মেল হক জানান, প্রথম সাধারণ সভায় ১০০ দিনের কর্মসূচি বাস্তবায়ন, সমন্বিত উন্নয়ন কর্মসূচি গ্রহণ সংক্রান্ত ধারণা প্রদান, স্থায়ী কমিটি গঠন সংক্রান্ত প্রাথমিক আলোচনা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম বিষয়ে আলোচনা হবে।
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) অ্যাক্ট ২০০৯ অনুযায়ী, মেয়র ও কাউন্সিলরগণের শপথ গ্রহণের ৩০ দিনের মধ্যে প্রথম সাধারণ সভা করার বাধ্যবাধকতা রয়েছে।