শুক্রবার-১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ-১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

রাশেদ রউফ পেলেন পদ্মবীণা ফাউন্ডেশন পদক ২০২১

মোহাম্মদ জাবেদুর রহমান

দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক খ্যাতিমান শিশুসাহিত্যিক রাশেদ রউফ ‘পদ্মবীণা ফাউন্ডেশন পদক ২০২১’ পদক গ্রহন করলেন। শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) শুক্রবার বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে পদ্মবীণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়ার হীরক জয়ন্তী অনুষ্ঠানে এ পুরস্কারের পদক রাশেদ রউফের হাত তুলে দেওয়া হয়ে। পুরস্কার হিসেবে সাহিত্য ব্যক্তিত্ব রাশেদ রউফকে দেওয়া হয় সনদ ও নগদ দুই লক্ষ টাকা। ইউ এস টিসির সাবেক উপাচার্য প্রফেসর ডাক্তার প্রভাত চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে হীরক জয়ন্তী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ বিজ্ঞনী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একুশে পদক প্রাপ্ত প্রফেসর ডক্টর অনুপম সেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল আলম , একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া , ভারতীয় সহকারী হাই কমিশনার মিষ্টার উদত ঝা, আই ইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন , চট্টগ্রাম ওয়াসার ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ , বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া এছাড়াও অনেক জ্ঞানীগুনী ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype