শুক্রবার-১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ-১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

উত্তর জেলা আ‘লীগে সালাম সভাপতি ও সম্পাদক আতাউর

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনের ১৫ মাসের মাথায় চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালামকে সভাপতি ও আতাউর রহমানকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে। যদিও কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে এখনো প্রকাশ করা হয়নি। তবে নানা মাধ্যমে সেই তালিকা নেতাকর্মীসহ গণমাধ্যম কর্মীদের হাতে চলে এসেছে। কমিটিতে আগের যে তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে সেটিই অনুমোদিত হয়েছে। সাধারন তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ রয়েছে কমিটি নিয়ে। তৃণমূল নেতারা কোণঠাসা হয়ে পড়েছেন নতুন কমিটিতে। তাদের স্থান হয়েছে কম গুরুত্বপূর্ণ পদে। অনেকের কমিটিতেও ঠাঁই হয়নি।

কমিটি নিয়ে কেন্দ্রে অভিযোগ দিয়েছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন, সাবেক অর্থ সম্পাদাক রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, ইউনুছ গণি চৌধুরীর মতো শীর্ষস্থানীয় নেতারা। ২০২০ সালের শুরুতেই পূর্ণাঙ্গ কমিটির জন্য ৭৫ সদস্যবিশিষ্ট খসড়া তালিকা তৈরি করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়।

প্রস্তাবিত কমিটির অসঙ্গতি, পদায়নে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ এনে বুধবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের পদবঞ্চিত আট নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সংসদ ভবন কার্যালয়ে দেখা করে নিজেদের ক্ষোভ ও কষ্টের কথা তুলে ধরেন।

জানা গেছে কেন্দ্রে অভিযোগকারী নেতাদের মধ্যে এহছানুল হায়দার চৌধুরী বাবুল সহ সভাপতির পদ পেলেও কার্যনির্বাহী কমিটিতে গিয়াসউদ্দিনকে ৩ নং, ইউনুছ গণি চৌধুরীকে ৫ নং,শাহনেওয়াজ চৌধুরীকে ৯ নং সদস্য করা হয়েছে। বাকীদের কমিটিতে কোথাও ঠাঁই হয়নি।

কিন্তু কেন্দ্রের অনুমোদনের পর অভিযোগকারী এসব নেতারাও এখন সুর পাল্টাতে বাধ্য হয়েছেন। তারা এখন বলছেন কমিটি মেনে নেয়া ছাড়া আর কোন উপায় নাই।

এ বিষয়ে সম্মেলনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে হেরে যাওয়া গিয়াসউদ্দিন বলেন, আমি নেত্রীর কর্মী।বঙ্গবন্ধুর আদর্শ মেনে রাজনীতি করি। তিনি যে কমিটির সিদ্ধান্ত দিয়েছেন তাই মেনে নিয়েছি। যদি দলে হাইব্রিডদের উথান ঘটে তাহলে আমার বলার কিছু নাই।

উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, যেভাবে কেন্দ্রে লিস্ট পাঠিয়েছিলাম সেভাবেই কমিটি অনুমোদন করা হয়েছে। এতে কাউকেই বঞ্চিত করা হয়নি। যোগ্যরাই যথাস্থান পেয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype