রাউজান প্রতিনিধি : প্রখ্যাত কবি ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শওকত হাফিজ খান রুশ্নির ২৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাউজানের ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা লায়ন সাহাবুদ্দিন আরিফ বিএ। মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক চেয়ারম্যান গণ পাঠাগারের উদোগে আয়োজিত স্মরণসভায় প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনে আন্তর্জাতিক কমিটির মহাসচিব লেখক সাংবাদিক শওকত বাঙ্গালি।
সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক মো. জামাল উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক টনি বড়ুয়া, ইউিপ সদস্য রাসেদ, মো. আরিফ, ইউপি সদস্য জামাল, ইউপি সদস্য আবদুল মালেক, ইউপি সদস্য ইসমাইল, এস এম নুরুল আলম খোকন সহ প্রমুখ।