শনিবার-৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দুই মেয়রপ্রার্থী সহ ৪৭ জন মনোনয়নপত্র জমাদিয়েছেন রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে

নিজস্ব প্রতিবেদক : রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষদিন মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুই মেয়র প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মোট ৪৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র চট্টগ্রাম উত্তরজেলা আ.লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. শাহজাহান সিকদার, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হেলাল উদ্দিন শাহ, সাধারন কাউন্সিলর পদে ৯ ওয়ার্ডে ৩৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩ ওয়ার্ডে ৮ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. মাসুদুর রহমানের কাছে মনোনয়ন পত্র জমা দেন।

সুত্রে জানা যায়, নির্বাচনে সাধারন কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১ নম্বর ওয়ার্ডে যথাক্রমে জালাল উদ্দিন, এছেল আহম্মদ, ২ নম্বর ওয়ার্ডে নুরুল আবছার জসিম, মো. নাছের, ইউসুফ রাজু ও আবদুল ছত্তার, ৩ নম্বর ওয়ার্ডে জসিম উদ্দিন শাহ, শাহাদাত হোসেন সুমন, সিরাজুল ইসলাম ও জাহাঙ্গীর আলম, ৪ নম্বর ওয়ার্ডে মো. নজরুল ইসলাম, মো. আইয়ুব ও মনছুর উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ সেলিম ও আবুল কাশেম, ৬ নম্বর ওয়ার্ডে অলি আহাম্মদ মাস্টার, তারেকুল ইসলাম, তানভীর ইসলাম, আবদুল ছত্তার, সুবেল দেব, আবদুল মান্নান ও লিটন খাঁন, ৭ নম্বর ওয়ার্ডে তারেকুল ইসলাম চৌধুরী, মিনাজুর রহমান বেলাল, জরিপ আলী ও নুরুল আবছার, ৮ নম্বর ওয়ার্ডে এনাম উদ্দিন আইয়ুব, মাহবুবুল আলম সিকদার, মনজুর হোসেন, কফিল উদ্দিন সিকদার, আশিষ বড়ুয়া, ৯ নম্বর ওয়ার্ডে লোকমানুল হক তালুকদার, মহিউদ্দিন পারভেজ, ওমর ফারুক, জসিম উদ্দিন, আবদুল জব্বার, জালাল উদ্দিন।

অন্যদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে জেসমিন আক্তার ও রুবি বেগম, ৪, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে নূর জাহান বেগম, ইয়াছমিন আক্তার ও সামশুন নাহার, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে ইয়াছমিন আক্তার, রুনা আক্তার ও দিলু আক্তার।

রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এখন থেকেই মাঠ পর্যায়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজ করছেন। নির্বাচনী আচরণ বিধিসহ যাবতীয় নিয়ম নিশ্চিতে মাঠ পর্যায়ে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

উল্লেখ্য, রাঙ্গুনিয়া পৌরসভায় আগামী ৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি এবং ২৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে ।

রাঙ্গুনিয়া পৌরসভায় ইভিএমের মাধ্যমে আগামি ২৮ ফেব্রুয়ারি ২০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype