সোমবার (২৫ জানুয়ারী) সন্ধ্যায় মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। এ সময় উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, দলের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বাবুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা মোঃ সফিউল আলম চৌধুরী,উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম,ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেনসহ আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী। মোনাজাত শেষে উপজেলার প্রতিটি মসজিদে, মসজিদে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া আয়োজন করার অনুরোধ জানান। উল্লেখ্য যে, আ.লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। সম্প্রতি তার মাথায় প্রচুর ব্যথা অনুভব হওয়ায় চিকিৎসা নিতে ঢাকা যান। সেখানে যাওয়ার পর কিছুটা অসুস্থতা অনুভব করেন। পরে আস্তে আস্তে মাথা ব্যাথা বৃদ্ধি পায়। পরে বিশেষজ্ঞ ডাক্তাররা দ্রুত ভারত গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। এমতাবস্থায় ভিসা জটিলতার কারণে ভারত গিয়ে চিকিৎসা নেওয়ার কিছুটা বেগ পেতে হচ্ছে।