বৃহস্পতিবার-১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৪ই শাবান, ১৪৪৬ হিজরি

সম্মিলিত বৌদ্ধ নাগরিক পরিষদ’র মত বিনিময় সভা

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর সমর্থনে  ২৪ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৬ ঘটিকায় নগরীর মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারে আগামী ২৭ জানুয়ারী চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সম্প্রদায়ের উদ্যোগে এক মতবিনিময় সভা রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদারের সভাপতিত্বে ও জামাল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, ২১ শে পদক প্রাপ্ত ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র সহ-সভাপতিু ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। উক্ত মতবিনিময় সভায় জাতীয় ও আঞ্চলিক বৌদ্ধ সংগঠন ও বিভিন্ন পেশাজীবীদের মধ্যে বক্তব্য রাখেন-বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ সংবাদ দাতা সমীর বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক অরূপ বড়ুয়া, রাখাইন বুড্ডিস্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় মহাসচিব মং হলা চিং, বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মৃগাঙ্ক প্রসাদ বড়ুয়া, ডা. প্রীতি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির যুব’র সভাপতি কর আইনজীবী জয়শান্ত বিকাশ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র সাধারণ সম্পাদক ড. সুব্রত বরণ বড়ুয়া, অধ্যাপক জগৎ জ্যোতি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মহিলা শাখার সাধারণ সম্পাদিকা চম্পা কলি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি মহিলা শাখার সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা ববি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, এড. জিকু বড়ুয়া, ত্রিরত্ন সংঘের সভাপতি কমল বড়ুয়া, সম্যকের সভাপতি শুভ বড়ুয়া, বাংলাদেশ কলেজ ইউনির্ভাসিটি বৌদ্ধ স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি সুজন বড়ুয়া, চট্টগ্রাম কলেজ বৌদ্ধ ছাত্র সংসদের সভাপতি কনিক বড়ুয়া। বৌদ্ধ রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য রাখেন-দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ড. বিমান বড়ুয়া, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ববিতা বড়ুয়া, কোতোয়ালী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিংকু বড়ুয়া, রাউজান উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য ত্রিদীপ কুমার বড়ুয়া, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য উজ্জ্বল চৌধুরী চন্দন, সাবেক ছাত্রনেতা উত্তম কুমার বড়ুয়া, আওয়ামী লীগ নেতা প্রজ্ঞা জ্যোতি বড়ুয়া লিটন, কানন চৌধুরী, যুবলীগ নেতা স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, সনত বড়ুয়া, কাজল প্রিয় বড়ুয়া, প্রকৌশলী পলাশ বড়ুয়া, এড. দীর্ঘতম বড়ুয়া, রেবা বড়ুয়া, সাবেক ছাত্রনেতা রুমেল বড়ুয়া রাহুল প্রমুখ।
প্রধান অতিথি বলেন-চট্টগ্রামকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত মেগা সিটিতে রূপান্তরের জন্য নৌকা প্রতীকে মেয়র পদপ্রার্থী রেজাউল করিম ভাইকে বিজয়ী করতে পারলে বঙ্গবন্ধু কন্যার উন্নয়নের অগ্রযাত্রা শক্তিশালী হবে। মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বলেন নৌকা স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, নৌকা সমৃদ্ধির প্রতীক, তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে আগামী ২৭ জানুয়ারি, স্ব স্ব ভোট কেন্দ্রে গিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিক প্রক্রিয়াকে সমুন্নত রাখতে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান।
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ মেয়র প্রার্থী রেজাউল করিমের কাছে দাবি করে বলেন, আপনি বিজয়ী হলে চট্টগ্রামে বৌদ্ধদের কৃষ্টি ও সাংস্কৃতিকে ধরে রাখতে একটি ইনস্টিটিউশন গড়ার আহ্বান জানান। এবং নৌকাকে বিজয়ী করতে বৌদ্ধ সম্প্রদায়ের ভোটারগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype