ইতিহাস ৭১ স্পোর্টস ডেস্ক : ১৪৪ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে অ্যান্ডারসনই প্রথম পেসার যিনি ৬০০ উইকেটের বিরল মাইলফলক গড়েছেন। এই পারফর্মেন্সের সৌজন্যে তিনি গড়েছেন বেশকিছু রেকর্ড। সেই রেকর্ডগুলো হলো-
* সবচেয়ে বেশি বয়সে উপমহাদেশে টেস্ট ইনিংসে ৫ উইকেট নেওয়া পেসার অ্যান্ডারসন। ৩৮ বছর বয়সী জিমি ভেঙে দেন নিউজিল্যান্ড পেসার রিচার্ড হ্যাডলির রেকর্ড। স্যার হ্যাডলি ৩৭ বছর বয়সে উপমহাদেশে টেস্ট ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন।
* এই নিয়ে টেস্টে মোট ৩০ বার ইনিংসে ৫ উইকেট শিকার করার কৃতিত্ব অর্জন করেন অ্যান্ডারসন। তিনি টপকে যান অজি কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রাকে। সাবেক অজি পেসার টেস্টে মোট ২৯ বার ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন।
* পেসারদের মধ্যে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়ার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যান্ডারসন। স্যার রিচার্ড হ্যাডলি টেস্ট ৫ উইকেট নিয়েছেন মোট ৩৬ বার।
* ষষ্ঠ বোলার হিসেবে টেস্টে অন্তত ৩০ বার ইনিংসে ৫ বা তারও বেশি উইকেট নিলেন অ্যান্ডারসন। মুত্তিয়া মুলরিধরন সবচেয়ে বেশি ৬৭ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। এছাড়া শেন ওয়ার্ন ৩৭ বার, হ্যাডলি ৩৬ বার, কুম্বলে ৩৫ বার এবং হেরথ ৩৪ বার ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন।
* ২০০৮ থেকে ২০২১ পর্যন্ত এই নিয়ে টানা ১৫ বছর কোনো না কোনো টেস্ট ইনিংসে ৫ উইকেট শিকার করলেন অ্যান্ডারসন।
এখন পর্যন্ত টেস্টে অ্যান্ডারসনের সংগ্রহ ৬০৬ উইকেট। তিনি পেসারদের মধ্যে প্রথম স্থানে আছেন। সার্বিকভাবে ৪ নম্বরে জায়গা করে নিয়েছেন। অনিল কুম্বলেকে (৬১৯) টপকে তিন নম্বরে উঠে আসতে জিমির প্রয়োজন ১৪টি উইকেট।
মূলত অ্যান্ডারসনের দুর্দান্ত বোলিংয়ের সুবাদেই শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ৩৮১ রানে অল-আউট করে দেয় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দ্বিতীয় দিনের শেষে ২ উইকেটের বিনিময়ে ৯৮ রান তুলেছে।
জেমস অ্যান্ডারসন শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বল হাতে চমক দেখালেন! গলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪০ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করেন জেমস অ্যান্ডারসন। জেমস অ্যান্ডারসন দিব্যি সুইং করে চলেছেন। এই বয়সেও তিনি ‘ইন সুইং’ ও ‘আউট সুইং’-এ দুর্বিষহ করে তুলছেন ব্যাটসম্যানদের। দুর্দান্ত সুইংয়ের জন্য ‘সুইং মাস্টার’ বলা হয় অ্যান্ডারসনকে।