এস এম নুরুল আলম খোকন
প্রগতিশীল সমাজ গড়ার প্রত্যয়ে কালচারাল পার্ক’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ২১,২২ ও ২৩ জানুয়ারী ৩দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপর্নী পর্বের আলোচনা সভা, গুণীজন সন্মাননা, পুরস্কার বিতরন ও কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লায়ন অমূল্য রঞ্জন বড়ুয়া।স্বাগত বক্তব্য প্রদান করেন আহবায়ক ছোটন বড়ুয়া, উদ্বোধনী ভাষন প্রদান করেন কালচারাল পার্কের প্রতিষ্ঠাতা কল্যানজী ডা.নান্টু বড়ুয়া, সন্মানীয় প্রধান অতিথি ছিলেন স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়’র সিনিয়র সহকারী সচিব জনাব মো রবিউল হাসান। মূখ্য আলোচক ছিলেন নাট্যজন,সাহিত্য ও সংস্কৃতি কর্মী অধ্যাপক সনজীব বড়ুয়া,আলোচনায় অংশগ্রহন করেন আগ্রাবাদ জাতিতাত্ত্বিক যাদুঘরের সহকারী পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মো: সাহাবুদ্দিন আরিফ,সংবর্ধেয় অতিথি -লায়ন মৃদুল বড়ুয়া চৌধুরীও শেলী বড়ুয়া চৌধুরী, কর্মবীর সুমিত্তানন্দ থের, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুল ইসলাম ।এছাড়া প্রমূখ ব্যক্তিবর্গ আলোচনায় অংশগ্রহন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রনব বড়ুয়া।