মঙ্গলবার-১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জনতা সংঘের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সালাম.এর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ
——————–­——————–­——————–­-
চট্টগ্রামের রাউজান উপজেলায় ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উরকিরচর জনতা সংঘ ।
উরকিরচর জনতা সংঘের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক,বীরমুক্তিযোদ্ধা­,মরহুম আবদুস.এর
মৃত্যুতে ১৯ জুন শুক্রবার উরকিরচর জনতা সংঘের পক্ষ থেকে শ্রদ্ধান্জলি এবং মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারত করা হয়। এই সময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উরকিরচর জনতা সংঘের সাবেক এডক কমিটির আহ্বায়ক উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল,জনতা সংঘের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম সুমন,সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সাইফ,জনতা সংঘের সাবেক সভাপতি সরওয়ার আলম,জনতা সংঘের সহ সভাপতি মনছুর আলম,সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সসম্পাদক লোকমান আনছারী,সমাজ কল্যাণ সম্পাদক সাজ্জাদ হোসেন রুবেল,সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ফরহাদ উদ্দিন বাবলু,কার্যকরী সদস্য মোহাম্মদ আলী,মোহাম্মদ এয়াকুব,আরো উপস্থিত ছিলেন,বীরমুক্তিযোদ্ধ­া হারুনুর রশীদ, আলহাজ্ব ইলিয়াস আলী,জনকল্যান ছাত্র সংঘের সাবেক সভাপতি নুরুল আজিম জুয়েল,ইউপি সদস্য কাউছার মেম্বার,মোহাম্মদ ইসমাইল, জানে আলম প্রমূখ ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype