
ইতিহাস ৭১ ক্রিড়া ডেস্ক : সিডনি টেস্টে লাবুসানের ডাবল সেঞ্চুরির উপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫৪ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
দিন শেষে অজিদের চেয়ে ৩৯১ রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২৮৩ রান নিয়ে ২য় দিন ব্যাট করতে নামে স্বাগতিক অস্ট্রেলিয়া।
দিনের শুরুতে ২২ রান করে আউট হন ম্যাথু ওয়েড। বেশিক্ষণ টেকেননি ট্রাভিস হেড। তবে একপ্রান্তে অবিচল ছিলেন মার্নাস লাবুশেনে।
আগের দিনে সেঞ্চুরি তুলে নেয়া এই ব্যাটসম্যান এদিন তুলে নেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। ৩৬৩ বলে ২১৫ রানের ইনিংস খেলে অ্যাস্টেলের বলে আউট হন তিনি। ৩৫ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন টিম পেইন।
জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনশেষে কিউদের সংগ্রহ বিনা উইকেটে ৬৩ রান। দুই ওপেনার টম লাথাম ২৬। আর ব্লান্ডেল ৩৪ রান নিয়ে উইকেটে আছেন।