শনিবার-১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ-৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়াকে একুশে পদকে ভূষিত করায় নাগরিক সংবর্ধনা প্রদান 

বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়াকে পিএইচএফকে ২০২০ সালে একুশে পদকে ভূষিত করায় বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটি কর্তৃক নাগরিক সংবর্ধনা প্রদান।
বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়াকে পিএইচএফকে ২০২০ সালে একুশে পদকে ভূষিত করায় বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটি কর্তৃক নাগরিক সংবর্ধনা প্রদান।

ইতিহাস ৭১ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বিকৃতীস্বরূপ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়াকে পিএইচএফকে ২০২০ সালে একুশে পদকে ভূষিত করায় বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটি কর্তৃক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক প্রফেসর ড. এম সেকান্দর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া,

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মি. প্রদীপ দাশ, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস জাহলা আকতার জাহান, এডভোকেট তপন কান্তি দাশ, চট্টগ্রাম সিটি কর্পেোরেশনের সাবেক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহামুদ হাসনি, অধ্যাপিকা রেখা আলম চৌধুরী সহ চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তি বর্গ প্রমুখ।

শুভেচ্ছা ব্যক্তব্য রাখেন চট্টগ্রামের সাস্কৃতিক ব্যক্তি সজল কান্তি দাশ, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী, দৃলার কান্তি বড়ুয়া, স্বদেশ কুসুম চৌধূরী, অধ্যক্ষ দীপক কান্তি তালুকদার, আওয়ামী লীগ নেতা মনসুর, অধ্যাপক বিপ্লব বড়ুয়া, স্বাগত ভাষণ দেন একাডেমি সাধারণ সম্পাদক দিদার আশরাফি, ধন্যবাদ প্রদান করেন সংস্কৃতি কর্মী প্রণব রাজ বড়ুয়া, বহু সংগঠনের প্রতিনিধির উপস্থিতিতে প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়াকে একুশে পদক প্রাপ্তিতে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

বক্তারা বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালী মনিষা, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া শুধু চট্টগ্রামের নয় গোটা বাঙালী জাতীর সম্পদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বিকৃতীস্বরূপ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর বিকৃরণ প্রসাদ বড়ুয়াকে পিএইচএফকে ২০২০ সালে একুশে পদকে ভূষিত সঠিকভাবে মূল্যায়ন করার জন্য বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype