মঙ্গলবার-১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সৌদি আরবের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

সৌদি আরবের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার।
সৌদি আরবের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার।

ইতিহাস ৭১ আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব কয়েকটি দেশে রূপান্তরিত করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২০২০ সালের ডিসেম্বর মাসে অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল তা প্রত্যাহার করে নিয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রবিবার (৩ জানুয়ারি) নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রকাশিত মন্ত্রণালয়ের বিবৃতিতে বলেন, রবিবার সকাল ১১টা থেকে আকাশ, স্থল ও সমুদ্র পথে সৌদি আরবে প্রবেশ করা যাবে। তবে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

যেসব দেশে করোনাভাইরাসের নতুন ধরণ শনাক্ত হয়েছে ওই সব দেশ থেকে সৌদিতে প্রবেশ করতে হলে সৌদি নাগরিক ছাড়া অন্যদেরকে ওই দেশগুলোর বাইরে ১৪ দিন অবস্থান করতে হবে। আর ওই দেশগুলো থেকে মানবিক ও জরুরি প্রয়োজনে যে সকল সৌদি নাগরিক দেশে প্রবেশ করবেন তারা অবশ্যই নিজেদের ঘরে ১৪ দিন পর্যবেক্ষণে থাকবেন।

সৌদি আরব প্রথমে উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ভ্যাকসিন দিচ্ছে। সৌদি আরব ইতোমধ্যে করোনাভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype