শুক্রবার-১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ-১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

নারীরা সমাজে আর অবহেলীত নয় – রেজাউল করিম

 

নিজস্ব প্রতিবেদক : নারীরা সমাজে আর অবহেলীত নয়। সমাজের প্রত্যকেটি কাজে নারীরা আজ এগিয়ে আসছে। সমাজের উন্নয়নের প্রতিটা ধাপে বাঙ্গালী নারীদের অগ্রদূত হিসেবে আখ্যাদিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম চৗেধুরী বাঙ্গালী নারী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে তিনি এ কথাগুলো বলেন।

নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং স্বাবলম্বী করে গড়ে তুলতে ভবিষ্যৎ করণীয় শীর্ষক আলোচনা সভা ৩০ ডিসেম্বর ২০২০ইং (বুধবার) চট্টগ্রাম লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঙ্গালী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি কান্তা ইসলাম মিনু। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শিল্পী বসাক।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা মহিউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ মাহমুদ, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ সহ-সভাপতি মমতাজ খান, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিলু নাগ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype