ইতিহাস ৭১ ক্রিড়া ডেস্ক : ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি প্রকাশ করেছে টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিং। ৮৯০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। শীর্ষস্থান দখল করতে তিনি পেছনে ফেলেছেন ৮৭৯ রেটিং পেয়েন্টের অধিকারী ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও ৮৭৭ রেটিং পয়েন্টের অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে।
আইসিসির টেস্ট বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন ৯০৬ রেটিং পয়েন্টে অস্ট্রেলিয়ার বোলার প্যাট কামিন্স। টেস্ট অলরাউন্ডারদের শীর্ষে আছেন ৪৪৬ রেটিং পয়েন্টের ইংল্যান্ড দলের অলরাউন্ডার বেন স্টোকস।
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১২৯ রানের ইনিংস খেলেন উইলিয়ামসন। তার নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে এক জয়ে সিরিজে এগিয়ে যায় নিউজিল্যান্ড।