বৃহস্পতিবার-১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

মানসম্পন্ন রেফারি হতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই – আ জ ম নাছির উদ্দীন

 

 

ইতিহাস ৭১ ডেক্স : চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন , মানসম্পন্ন রেফারি হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই । সময়ের সাথে পাল্লা দিয়ে খেলা পরিচালনায় প্রযুক্তির ব্যবহার বেড়েছে। তবে ফুটবল খেলা পরিচালনার মূল দায়িত্ব একজন রেফারির। তিনিই খেলার নিয়ন্ত্রক, তার সিদ্ধান্তের উপর একটি দলের জয় পরাজয় অনেকটা নির্ভর করে । আবার নিজের সিদ্ধান্তের ভিত্তিতে একজন রেফারি হয়ে উঠতে পারেন আলোচিত এবং সমালোচিত । একজন প্রান্তিক পর্যায়ের রেফারি থেকে হয়ে উঠতে পারেন আন্তর্জাতিক মানের রেফারি। সুতরাং সবকিছুর মূলে রয়েছে নিজের একাগ্রতা,পরিশ্রম আর কাজের প্রতি নিষ্ঠা।

৩০ ডিসেম্বর (বুধবার) চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোশিয়েশন উদ্যোগে কৃতি রেফারিদেরকে সংবর্ধনা ও নতুন রেফারিজ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম এজেন্সির চেয়ারম্যান মশিউল আলম স্বপন, রূপালী আইস এন্ড কোল্ড স্টোরেজ চেয়ারম্যান প্রকৌশলী মো নুরুজ্জামান। চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন সহসভাপতি সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবুর সভাপতিত্ব ও হেলাল উদ্দিন টিপুর পরিচালনায় অনুষ্ঠানে জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি শহীদুল ইসলাম, সিজেকেএস সহসভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরন, প্রশিক্ষক তৈয়ব হাসান শামসুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৩০ জন ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে ১২০ জন রেফারি অংশগ্রহণ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype