ù
মো. জাবেদুর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর জাফরাবাদ সবুজ বাংলা একতা সংঘের উদ্যোগে ১৮ ডিসেম্বর (শনিবার) বিকেল ৪টায় উত্তর জাফরাবাদ দারুস সালাম জামে মসজিদ মাঠে শতাধিক গরীব, অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন
সবুজ বাংলা একতা সংঘের সভাপতি মুহাম্মদ ফোরকান উদ্দীন।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক এসএম সায়েম। প্রধান বক্তা ছিলেন স্থানীয় ইউপি সদস্য আমির তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ ইরফানুল্লাহ, বৈলতলী বঙ্গবন্ধু ইউনিয়নের সভাপতি মুহাম্মদ হায়দার আলী, মহিলা মেম্বার ফারহানা জান্নাত দিলু, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বৈলতলী ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ সাজ্জাদ হোসেন বিজয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আজগর, আমির হোসেন, নাছির, রিমন, জিয়াউল হক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, গরীব, অসহায়, দুস্থ শীতার্তদের পাশে সবুজ বাংলা একতা সংঘের মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছে এভাবে এলাকার বিত্তবানরা ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসলে আর কোন এলাকার মানুষ তীব্র এ শীতে আর কষ্টে থাকবে না।