উৎপল বড়ুয়া
ধুমারপাড়া আনন্দ বিহার পরিচালনা কমিটির উদ্যোগে মহান বিজয় দিবসে উপলক্ষে জাতির শান্তি-সমৃদ্ধি, অগ্রগতি কামনা এবং মুক্তিযুদ্ধে শহীদ আত্মদানকারী যুদ্ধাহত মুক্তিযােদ্ধাদের উদ্দেশ্যে পূণ্যদান ও বিশেষ প্রার্থনাসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম-মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথেরোর সভাপতিত্ব পূণ্যদান করেন আধারমানিক বুদ্ধরশ্মি বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত শুভানন্দ ভিক্ষু। বক্তব্য রাখেন ধূমারপাড়া আনন্দ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি বড়ুয়া, যুগ্ম- সাধারণ সম্পাদক প্রবারণ বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন ধূমারপাড়া বৌদ্ধ পল্লী উন্নয়ন সমিতির সভাপতি বিজয় বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন বিহার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক রূদয়ন বড়ুয়া। উপস্থিত ছিলেন ধূমারপাড়া বৌদ্ধ পল্লী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক প্রকৃতি রঞ্জন বড়ুয়া, গৌতম বড়ুয়া, সজল বড়ুয়া, দানবীর বড়ুয়া, কনক বড়ুয়া, বিটু বড়ুয়া, চন্দন বড়ুয়া, প্রকাশ বড়ুয়াসহ গ্রামবাসীবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ধূমারপাড়া বৌদ্ধ পল্লী উন্নয়ন সংঘ’র সহ-সভাপতি রয়েল বড়ুয়া। অধ্যাপক সুমেধানন্দ মহাথের মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা ইতিহাস বলতে গিয়ে বলেন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের নেতৃত্বে এদেশের মানুষ যুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীন বাংলাদেশে পেয়েছি। দেশমাতৃকার টানে যাঁরা যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে পূণ্যদান করেন। সেইসাথে যুদ্ধকালীন সময়ে মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথেরর গৌরবগাঁথা ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন যুদ্ধকলীন সময়ে বৌদ্ধ গ্রাম, মন্দির গুলো ছিল মুক্তিযোদ্ধাদের নিরাপদ আশ্রয়স্থল।