বুধবার-১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

মানিকছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে সমাবেশ

মানিকছড়ি প্রতিনিধি
  • বাঙ্গালী জাতির পিতা ও বিশ্ব স্বীকৃতিপ্রাপ্ত আন্তর্জাতিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষ্কর্য নির্মাণকে ঘিরে একটি গোষ্টি সম্প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর বক্তব্যের পর কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে ১২ ডিসেম্বর দেশব্যাপি সরকারী কর্মকর্তা-কর্মচারীরা জাতির পিতার সন্মান, রাখবো মোরা অম্লান এই শ্লোগানে প্রতিবাদ সমাবেশ করছে। এরই অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ১০ টায় মানিকছড়িতেও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপজেলার সকল কর্মকর্তা- কর্মচারী উপস্থিত ছিলেন। পরে পরিষদ হক রুমে অনুষ্টিত সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি অম্লান রাখতে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে বাংলাদেশ সৃষ্টির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষ্কর্য তৈরি আবশ্যক। যার ফলে সরকার জাতির পিতা বঙ্গবন্ধুর ভাষ্কর্য তৈরি শুরু করায় দেশের একশ্রেণীর আলেম-ওলামারা মানুষকে অহেতুক কোরআন হাদিসের অপব্যাখা দিয়ে ভূল বুঝাচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক। এছাড়া সম্প্রতি কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন একটি ভাষ্কর্য ভাংচুরের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জান্নাচ্ছি।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype