মোহাম্মদ জুবাইর চট্রগ্রাম।
আজ ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে “বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন”, চট্টগ্রাম বিভাগ এর উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে, এক মানব বন্ধনের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারিয়ান ও অধ্যাপক দুর্জয় পাল জেনারেল সেক্রেটারি তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, ইন্জিনিয়ার মোঃ জামিল আক্তার, এডভোকেট জুয়েল চৌধুরী,চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য আলহাজ্ব একেএম তারিকুল ইসলাম (রানা), সাংবাদিক সুমন সেন, আহমেদুর রহমান, দীপাল পাল প্রমুখ।
মানব বন্ধন শেষে উপস্থিত সবাইকে নিয়ে, জামালখান সড়কে এক র্যালীর আয়োজন করা হয়।
উক্ত মানব বন্ধন ও র্যালীতে অংশগ্রহনকারী সকল ব্যক্তিবর্গকে সভাপতি মহোদয়, আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।