খাগড়াছড়ি প্রতিনিধি ::
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের ৪৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
৪৮ তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার।
খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য মোঃ দুলাল হোসেন’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. শানে আলম।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়িরেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক চেয়ারম্যান চাইথো অং মারমা, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এর নির্বাহী কর্মকর্তা এম. রাশেদুল হক, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক কার্যনির্বাহী সদস্য ইন্দিরা দেবী চাকমা এবং বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্য ক্যজরী মারমা প্রমূখ।
উল্লেখ্য, খাগড়াছড়ি পার্বত্য পরিষদ ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার কংজরী চৌধুরী বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করার কথা থাকলেও সকালে তার মায়ের মৃত্যুতে সভায় উপস্থিত হতে পারেননি।