বৃহস্পতিবার-১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

মানিকছড়িতে তামাক বিকল্প জীবিকায়ণে চাষীর মাঝে উন্নত জাতের আলু বীজ ও সার বিতরণ

মানিকছড়ি প্রতিনিধি ঃ-
পল্লী কর্ম – সহায়ক ফাউন্ডেশন( পিকেএসএফ)এর সহযোগিতায় এশিয়া মহাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদার উজানে তামাক বিকল্প জীবিকায়ণে চাষীদের নিয়ে কাজ করছে বেসরকারী সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)।
ফলে ২০১৮-২০২০ অর্থবছরে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার হালদা চরে নতুন উদ্যোমে মিশ্র ও নানা প্রজাতির শাক-সবজি, ফলমূল, দেশা-বিদেশী ফল যেমন বিদেশী কাঁঠাল, আম, রামবোটান, ড্রাগন,কাজি বাদাম রেড লেডি পেঁপে

বাতাবি লেবুসহ নানা প্রজাতির ফল-ফলাদি, শাক-সবজি চাষাবাদ শুরু করেছে কৃষিজীবি চাষীরা।
১ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলার হালদাপাড়ের ৪০ জন চাষীর মাঝে জনপ্রতি ৩১ কেজি উন্নত জাতের আলু বীজ, তিন রকমের ২২ কেজি সার,১টি করে সিকেসার বিতরণ করা হয়।
বীজ বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। এ সময় বক্তব্য রাখেন, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( আইডিএফ)’র এরিয়া ম্যানাজার মোঃ আবুল কালাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম মজুমদার,আইডিএফ হালদা প্রকল্প ব্যবস্থাপক মো. সজীব হোসেন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, আইডিএফ হালদা প্রকল্পের জুনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, জুনিয়র কৃষি কর্মকর্তা থুইঅংপ্রু মারমা প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype