মঙ্গলবার-১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মানিকছড়িতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘যোগ্যাছোলা হিউম্যান সোসাইটি’র নতুন কমিটি গঠন


, মানিকছড়ি প্রতিনিধি ঃ- মানিকছড়ি উপজেলায় প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘যোগ্যাছোলা হিউম্যান সোসাইটি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. জুয়েল সরকারকে সভাপতি ও সাংবাদিক মো. রবিউল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ভার্সোয়াল মিটিংয়ের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মো. জয়নাল আবেদীন। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতিঃ আব্দুল মমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সোহেল, প্রচার সম্পাদক মো. জামাল হোসেন, সহ-প্রচার সম্পাদক সাদিয়া আক্তার, অর্থ সম্পাদক মুনছুর আলী, সহ-অর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক উক্রা মার্মা, সহ দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম, সদস্য সচিব মো. আলা উদ্দিন।

উল্লেখ্য, ‘সবাই মিলে করবো কাজ, গড়বো মোড়া আলোকিত সমাজ’ এই স্লোগানে সামাজিক স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘যোগ্যাছোলা হিউম্যান সোসাইটি’ ২০১৮ সালে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নে যাত্রা শুরু করে। এরপর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় সমাজ সেবামূলক বিভিন্ন কাজ করে আসছে সংগঠনটি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype