নিজস্ব প্রতিবেদক
সমাজের জন্য ভালো কিছু করলে একদিন তার প্রতিদান পাওয়া যায় তার প্রমান সমাজের এক নিবেদিত প্রান সরিৎ চৌধুরী সাজু ।
এক অসুস্থ পরিবারে প্রায় এক লক্ষ টাকা বিভিন্ন ভাবে ব্যবস্থা করে দিয়েছেন। এমন কি বাঁশখালীতে একটি পরিবারে ঘরের চালে পলিথিন দেখে দশ হাজার টাকা দান দেন। গ্রামের রাস্তার উন্নয়নে অসাধারন দায়িত্বে কাজ করছেন।
করোনার দূর্যোগে অন্তত তার তত্ত্বাবধানে বিশ বার ত্রাণ পেয়েছে এলাকার মানুষেরা।গত ছয় বছর ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। এছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক। চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে মাঠে আছেন।পটিয়া উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন মিছিল মিটিং এ বিগত সময়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।গত সংসদ নির্বাচনে নিজস্ব অর্থায়নে মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুর পক্ষে প্রচারে বিভিন্ন ইউনিয়নে ও পৌরসভায় ” তারুণ্যের মঞ্চ ” নামে ট্রাক সজ্জিত করে ভোট চেয়েছেন। তার বড় পরিচয় হচ্ছে
স্বাধীনতার পূর্বের
আওয়ামীলীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য (১৯৫৮) প্রয়াত জগদীশ চৌধুরীর যৌগ্য পুত্র ও তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তার চাচা একজন সরকার স্বীকৃত মুক্তিযোদ্ধা জ্যোতি প্রকাশ বলরাম চৌধুরী।তার বড় জেঠা একজন বিপ্লবী ও ইংরেজী সাহিত্যের লেখক মনিন্দ্র প্রসাদ চৌধুরী ছিলেন ভারতের রির্জাভ ব্যাংকের বিজ্ঞ আইনজীবি। তার মামা অধ্যাপক অমলেন্দু বড়ুয়া ধলঘাট স্কুল এন্ড কলেজের স্বনামধন্য অধ্যাপক।
তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ফুটবল একাডেমীর কো-চেয়ারম্যান,পটিয়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভাইস-চেয়ারম্যান
ধলঘাট বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের আজীবন সদস্য,
ধলঘাট ইউনিয়ন নাগরিক ফোরামের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। মহামান্য দ্বাদশ সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবির জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের
স্টিয়ারিং কমিটির সদস্য ও যুগ্ম সম্পাদক নির্বাচিত হিসেবে দায়িত্বে আছেন
সরিৎ চৌধুরী সাজুকে ধলঘাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করাই জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরীকে ধলঘাটবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা।