এস এম নুরুল আলম খোকন
রাউজান উপজেলার পশ্চিমগুজরা ইউনিয়নের ছমদ আলী সিকদার পাড়া জামে মসজীদ সংলগ্ন মাঠে গাউছিয়া কমিটি বাংলাদেশ ছমদ আলী সিকদার পাড়া ইউনিট শাখার ব্যাবস্থাপনায় এলাকা বাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগীতায় এক পবিত্র জসনে জুলূসে ঈদ এ মিলাদুন্নবী পালিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব চৌধুরী হাসান । ছমদ আলী সিকদার পাড়া ইউনিট শাখার সভাপতি মোহাম্মদ আবু তালেব এর সভাপতিত্বে প্রধান ওয়ায়েজিন ছিলেন শাহ ওহিদুল্লাহ জামে মসজিদের খতিব ও ইমাম আলহাজ্ব মৌলানা আবু তাহের আলকাদেরী । প্রধান বক্তা ছিলেন বনরুপা শাহি মসজিদের খতিব মাওলানা ইকবাল হোসেন আলকাদেরী । ওক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমগুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক , আলিফ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জয়নাল আবেদীন , কমিটির অর্থ সম্পাদক শফিউল আলম,সাংবাদিক নেজাম উদ্দিন রানা , সাংবাদিক এস এম নুরুল আলম খোকন সমাজ সেবক আলি আজগর । বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ তারেক হোসাইন , মোহাম্মদ আজিজুল হক আলকাদেরী, মোহাম্মদ আলী আজগর । মাহফিল পরিচালনা করেন মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ রফিক । এতে আরো উপস্থিত ছিলেন সাবেক সহ অর্থ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন , সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিম উদ্দিন , মোহাম্মদ জসিম উদ্দিন সহ আরো অনেকে ।