মোহাম্মদ জুবাইর ,চট্টগ্রাম
পূর্ব বাকলিয়া ইসহাকের পুল এলাকা পরিদর্শনকালে প্রশাসক বলেছেন বাসাবাড়ীর কোন আবর্জনা খালে ফেলা হলে এবার থেকে কঠোর ব্যবস্থা
নেয়া হবে । ৪ নভেম্বর ২০২০ইং পূর্ব বাকলিয়া ইসহাকের পুল এলাকা পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, ইসহাকের পুলের নিচে ওয়াসার পাইপ লাইনের কারণে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তিনি দুই একদিনের মধ্যে এই পাইপ অপসারণ করে বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য ওয়াসা কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। তিনি এলাকাবাসীকে বাসাবাড়ীর কোন আবর্জনা খালে না ফেলার আহŸান জানিয়ে বলেন, এবার পরিস্কার করে যাচ্ছি- আগামীতে কেউ যদি খালে ময়লা ফেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি এ সময় মশা নিধনের জন্য মশক ঔষধ ছিটানোর কাজেরও উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী ।