সোমবার-১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

“বন্ধু সোশাল ওয়েল ফেয়ার সোসাইটি” চট্টগ্রামের উদ্যোগে এইচআইভি/এইডস প্রতিরোধে করনীয় শীর্ষক মতবিনিময়

মোহাম্মদ জুবাইর
হিজরা জনগোষ্ঠীর কল্যাণে নিবেদিত সংগঠন “বন্ধু সোশাল ওয়েল ফেয়ার সোসাইটি” চট্টগ্রামের উদ্যোগে এইচআইভি/এইডস প্রতিরোধে করনীয় শীর্ষক মতবিনিময় সভা ২৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১১.৩০ ঘটিকায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়স্থ অডিটোরিয়াম রুমে সংগঠনের ডিস্ট্রিক ম্যানেজার বেলাল হোসেনের সঞ্চালনায় এবং ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন, আইসিডিডিআরবি চট্টগ্রাম বিভাগীয় কডিনেটর মারুফ বিন বশর, পিয়ার নেবিগেটার নূরুল হাসেম, শিক্ষক প্রতিনিধি রোটারিয়ান মোঃ ইমতিয়াজ আহমেদ এসিএ, সাংবাদিক মোঃ কামাল হোসেন, সংগঠনের প্যানেল লয়ার এড. মোঃ জাফর, ধর্মীয় প্রতিনিধি মাওলানা আবদুর রহিম, মানবাধিকার প্রতিনিধি কাওছার পারভিন রুবি, ডা. জাকারিয়া, মোঃ জয়, ময়না হিজরা, রুবি হিজরা।

সভায় আয়োজক সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এতে আরও বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি, মানবাধিকার প্রতিনিধি, জন প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি ও আইনজীবী প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype