মোহাম্মদ জুবাইর চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি কর্পোরেশন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন চৌধুরী নিজ ব্যক্তিগত উদ্যোগে ১৫০ অসহায় দুঃস্হদের মাঝে বস্ত্র বিতরন,আজ ২৫ অক্টোবর বিকেলে আন্দরকিল্লা সিটি কর্পোরেশন কেবি আব্দুস সাওার মিলনায়তনে, এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, রতন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২১ নং জামালখাঁন ওর্য়াডের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন,এসময় আরো উপস্থিত ছিলেন চসিক,পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কানু লাল নাথ,চসিক পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সমির কর, চসিক পূজা পরিষদের সহ-সভাপতি ডাক্তার সরোজ কুমার গুহ,পুলক দে, সাহেদ হোসেন হিরা,দিলীপ দাশ,সেতু শীল,শিম্টা দাশ, সহ অন্যনা কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন, প্রধান অতিথি বক্তব্য তাঁর বলেন মহা নবমীর দিনে এসব হতদরিদ্র মানুষের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পূজা উদযাপন পরিষদ যেভাবে সাহায্যের হাত প্রসারিত করেছেন তাঁর তুলনাহীন,এভাবে যাতে প্রতি বছর এসব অসহায় মানুষের পাশে যাতে দাঁড়াতে পারে সে অাহবান জানান তিনি বলেন এখানে ধর্ম মুল বিষয় নয়, উৎসব যার যার রাষ্ট্র সবার,সরকারের ঘোষণা অনুযায়ে আমরা সবাই মিলে এ পূজায় অংশ গ্রহণ করে এ মহামারীর হাত থেকে রক্ষা পাচ্ছি এতে মায়ের কাছে আহবান।