মানিকছড়ি প্রতিনিধি
সনাতন সমাজ কল্যাণ পরিষদ মানিকছড়ির উদ্যোগে উপজেলার তিনটি পূজামন্ডবে দুইশতাধিক গরীব, দুঃস্থ নারীর হাতে বস্ত্র বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও মানিকছড়ি উপজেলার তিনটি মন্দিরে সনাতনী সম্প্রদায়ের শারদীয় দুর্গাপুজার মহাসপ্তমীতে উপজেলা সনাতন সমাজ কল্যাণ পরিষদ আয়োজন করেন বস্ত্র বিতরণ অনুষ্ঠান। উপজেলা সনাতন সমাজ কল্যাণ পরিষদ সভাপতি রুপেন পাল এর সভাপতিত্বে তিনটি মন্দিরে পৃথক পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে বস্ত্র বিতরণে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দীন, সনাতন সমাজ কল্যাণ পরিষদ এর প্রধান উপদেস্টা ও কেন্দ্রীয় সমাজ কল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক সজল বরণ সেন, উপদেস্টা প্রকৌশলী কেশব লাল দে, অজিত কুমার নাথ, সহ সভাপতি রতন কান্তি দে, সম্পাদক ও উপজেলা গ্রাৃ ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি ডাঃ অমর কান্তি দত্ত, সনাতন নেতা ও রাজশ্যামা কালী মন্দির পরিচালনা কমিটি ও পূজা উদযাপন কমিটির সভাপতি তুষার পাল, সাধারণ সম্পাদক বাদল কান্তি সেন,সনাতন নেতা রুপেশ মল্লিকসহ সনাতন সমাজ কল্যাণ পরিষদ নেতৃব্ন্দ। এর পর তিনটহরী দুর্গা মন্দিরে বস্ত্র বিতরণ অন্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, পূজা উদযাপন কমিটির সভাপতি সুজন দে, সাধারণ সম্পাদক কেশব চন্দ্র নাথ ও ডাক্তার দীলিপ কুমার নাথ, প্রবীণ ব্যক্তিত্ব রাখাল চন্দ্র নাথ। সবশেষে একসত্যাপাড়া দুর্গা মন্দিরে বস্ত্র বিতরণ অন্য অতিথির মধ্যে ছিলেন, পূজাউদযাপন কমিটির সভাপতি বাহাদুর কর্মকার, সাধারণ সম্পাদক রাজীব কুমার নাথ ও সনাতন নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ চন্দ্র নাথ প্রমূখ।