বৃহস্পতিবার-১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

অসুস্থ প্রাক্তন শিক্ষক সবুজ কান্তি বড়ুয়া সকাশে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় এসএসসি-৯১ ব্যাচ

উৎপল বড়ুয়া
বীর চট্টলার ঐতিহ্যবাহী রাউজান উপজেলার ঐতিহাসিক জনপদ নোয়াপাড়া।অত্র এলাকার শিক্ষার দীপশিখা প্রজ্জ্বলিত করতে আজ হতে ১১৫ বছর এগিয়ে এসেছেন নোয়াপাড়া গ্রামের প্রথিতযশা জমিদার ও শিক্ষানুরাগী, কীর্তিমান পুরুষ, সমাজসেবক বাবু মোক্ষদা রঞ্জন রায় তিনি একক প্রচেষ্টায় নোয়াপাড়া ইংলিশ স্কুল নোয়াপাড়া হাই স্কুল প্রতিষ্ঠা করেন ১৯০৪ সালে। স্কুলের নামে দান করেন বিশাল ভূসম্পত্তি। তার স্মৃতির প্রতিজানাই অকৃত্রিম শ্রদ্ধা জানিয়ে গত ১৯ অক্টোবর সোমবার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় এস এসসি ৯১ গ্রুপ ঐতিহ্যবাহি নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন সিনিয়র শিক্ষক সবুজ কান্তি বড়ুয়া দীর্ঘদিন কিডনি রোগ সমস্যা সহ নানান রোগে অসুস্থ শিক্ষককে তাঁর নিজ গ্রাম রাউজানের মহামুনি পাহাড়তলীতে দেখতে গিয়ে শারীরিক খোঁজ খবর নেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় এস এসসি ৯১ আমরা সকল বন্ধু।
এসময় প্রাক্তন সিনিয়র শিক্ষক সবুজ কান্তি বড়ুয়া তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন আমার প্রিয় ৯১ ব্যাচ এর শিক্ষার্থীরা আমাকে মনে রখে আমার অসুস্থতার খবর শুনে আমাকে দেখতে এসে আমার শারীরিক খোঁজ খবর নিচ্ছে এটাই আমার কাছে বড় পাওয়া। আমি আমার সুদীর্ঘ মানুষ গড়ার কারিগরী জীবনে চেষ্টা করেছি আমার সকল শিক্ষার্থীকে সুশিক্ষা দিতে তাই আজ আমার শিক্ষার্থীরা সুশিক্ষিত এবং স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। আমি তোমাদের প্রান ভরে আশির্বাদ করছি আরো এগিয়ে যাও এবং সকল ক্ষেত্রে সফলকাম হও। এসময় আরো বক্তব্য রাখেন এস এসসি ৯১ব্যাচ প্রধান উপদেষ্টা, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোঃ জানে আলম। তিনি বলেন, ৯১ব্যাচ এর শিক্ষা গুরুদের মর্যাদা দিতে এগিয়ে আসা দেখে আমি সত্যিই আনন্দিত। আমি সব সময় তোমাদের পাশে আছি থাকবো। ৯১ ব্যাচ এর পক্ষে আরো বক্তব্য রাখেন অন্জন বিশ্বাস, মোহাম্মদ ইলিয়াছ, কনক বড়ুয়া ,মোহাম্মদ টিপু সাকিব , আজাদ হোসেন বাবর প্রমুখ। এসময় দেশ বিদেশ থেকে ভিডিও কনন্ফারেন্সে যুক্ত হয় ৯১ ব্যাচের মোঃ নূরুল ইসলাম, উৎফল বড়ুয়া, মোঃ সেলিম, দোলন আচার্য্য, মোঃ নজরুল মনি, অশোক চৌধুরী, মোঃ ইকবাল হোসেন, মোঃ সেলিম-২, প্রবারণ বড়ুয়া, মোঃ ফিরোজ ,কংকর বড়ুয়া, পিন্টু ঘোষ, সুজিত দাস, বাবুল আহমেদ, কেশন দে , মোঃ মোরশেদ, বাবু শংকর,কাজল ভট্টাচার্য্য,প্রদীপ দে, বিলকিস আকতার, হাসনে বানু, মোঃইলিয়াছ-২, পরিতোষ ঘোষ প্রমুখ। সকলে তাদের প্রিয় শিক্ষা গুরুর শারীরিক খোজ খবর নেন এবং স্যারের দ্রুত সুস্থতা কামনায় সকলে পরম করুনাময়ের কাছে দোয়া ও প্রার্থনা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype