বৃহস্পতিবার-৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ-২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ-৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

দীর্ঘ ১৬ বছর পর স্বাধীন ভাবে বিএনপি নেতা শেখ নাজিমের জম্মদিন পালন করেছে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

দীর্ঘ ১৬ বছর পর স্বাধীন ভাবে রাউজান উরকিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ নাজিমের জম্মদিন পালন করেছে উরকিরচর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। গত মঙ্গলবার সন্ধ্যায় উরকিরচর জিয়া বাজার সংলগ্ন এলাকায় এই জম্মদিন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উরকিরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুবিনুল হক, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন নিরু, বিএনপি নেতা মোহাম্মদ ওসমান, মোহাম্মদ ঈসা, মোহাম্মদ বাদল, মোহাম্মদ রাশেদ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইয়াছিন আরাফাত জামশেদ ,উত্তর জেলা ছাত্রদলের সদস্য আরফাত নয়ন, যুবদল নেতা আলী বদন,মোহাম্মদ হারুন, মোহাম্মদ কায়সার, বখতিয়ার,ছাত্রদল নেতা জুয়েল,সাব্বির, মারুফ, এরশাদ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শেখ নাজিম বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নির্যাতন, হত্যা, হামলা-মামলা, গুমসহ নানা অপকর্ম থেকে কেউ রেহায় পায়নি। এরই ধারাবাহিকতায় রাউজানের সাবেক এমপির নির্যাতনে বিভিন্ন জায়গায় মানবেতন জীবন যাপন করতে হয়েছে। এমন কি আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, রাজনৈতিক সহযোদ্ধাদের শেষ যাত্রায় জানাজা পড়াতো দূরের কথা জেয়ারত করাও সম্ভব হয়নি। দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। আমার নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ঘোষণা দিয়েছেন, রাউজানে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসীদের ঠাঁই হবে না। দীর্ঘ ১৬ বছর পর হলেও নিজ গ্রামের বাড়িতে স্বাধীন ভাবে আসতে পারার মতো আনন্দ আর কিছু নেই।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype