শনিবার-৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাউজানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা যুবদলের ত্রাণসামগ্রী বিতরণ

লোকমান আনছারী নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজান উপজেলায় যুবদলের উদ্যােগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৬ আগষ্ট সোমবার সকালে উপজেলার রাউজান সদর ইউনিয়নের মোহাম্মদপুর, মঙ্গলখালী ও জেলে পাড়ায় পানিবন্ধি মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সহ মৎস্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন সুজন, উত্তর জেলা যুবদলের সহ শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না, যুবদল ছাত্রদলের নেতাকর্মীদের মধ্য ছিল মোহাম্মদ রিবন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ রফিক, মোহাম্মদ সম্রাট, মোহাম্মদ বাবর, মো. নাছির উদ্দিন, মোহাম্মদ শওকত, মোহাম্মদ মাসুদ, শাহা নেওয়াজ, আবদুল মুনাফ, তছলিম উদ্দিন প্রমুখ। উত্তর জেলা যুবদলের সহ মৎস্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন সুজন জানান, সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে যুবদল। যেকোনো দুর্যোগে বিএনপির নেতাকর্মীরা জনগনের পাশে থাকবে।উত্তর জেলা যুবদলের সহ শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না জানান, চাল, ডাল, তৈলসহ শুকনো খাবার বিতরণ করা হয়েছে। প্রায় চারশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ কার্যক্রম চলমান থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype