
লোকমান আনছারী নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজান উপজেলায় উরকিরচর ইউনিয়নে হযরত লাল মিঞা শাহ ফার্নিচার গ্যালারি কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে ।২৬ মে রবিবার বিকেলে উরকিরচর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল।ইউপি সদস্য শেখ নুরুল আজিম জুয়েল ও হযরত লাল মিঞা শাহ ফার্নিচার গ্যালারির স্বত্ত্বাধিকারী মোহাম্মদ মোরশেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দীন আরিফ,হাফেজ আনোয়ার আলী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব হোসাইন আল ওসমান বাবর,উত্তর উরকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব,উরকিরচর গাউসিয়া সুন্নিয়া এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওসমান গণি,ফিফা রেফারি গোলাম মোরশেদ চৌধুরী নয়ন, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ রুহুল আমিন, ইউপি সদস্য কাউছার আলম, সমাজ সেবক নুর হোসেন, হাজী জহুরুল আলম,যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম,এরশাদ,হোসাইন কাদেরী,বাদশা,আজম আক্তারী,ছাত্রলীগ নেতা মোহাম্মদ রায়হান,খোরশেদ,মাসুদ প্রমূখ। উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন মাদার্শা ফুটবল একাদশ বনাম ও চকবাজার বার্সোলানো ফুটবল একাদশ।