মোহাম্মদ জুবাইর চট্টগ্রাম
জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত সহ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ শফর আলীকে চট্টগ্রাম মহানগর এলাকার জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে যুগ্ম আহ্বায়ক মো. আলমগীরের সভাপতিত্বে ও সদস্যসচিব মিরন হোসেন মিলনের সঞ্চালনায় এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম ১৯ অক্টোবর, সোমবার বিকাল ৪টায়, নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সংবর্ধিত অতিথি জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ শফর আলী বলেন, দীর্ঘ সময় দেশ ও জাতির প্রতি দায়-দায়িত্বহীন, স্বাধীনতার চেতনা বিরোধী দল ও জোট ক্ষমতায় থাকায় দেশের কোন অগ্রগতি হয়নি। কেবল রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করেছে। জাতীয় জনক বঙ্গবন্ধুর আর্দশের আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের মানুষ সুখী সমৃদ্ধ একটি উন্নত দেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রী শর্তহীন দেশপ্রেমী চেতনা নিয়ে কাজ করে যাচ্ছেন। দিন বদল থেকে অগ্রগতির অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। জাতীয় শ্রমিক লীগ জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। এই সংগঠনের নেতা কর্মীরা শেখ হাসিনার নির্দেশিত পথে পথ চলে। বিএনপি জামায়াত ক্ষমতায় থাকাকালে পাখির মতো গুলি করে শ্রমিক কৃষককে হত্যা করেছে। জননেত্রী শেখ হাসিনার ১২ বছর ক্ষমতাকালে একটি বুলেটও শ্রমিক কৃষকের বিরুদ্ধে ব্যবহার করে নি। বাংলাদেশ আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় রেল শ্রমিক লীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, চট্টগ্রাম নগরীর আওতাধীন জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভূক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো কামাল উদ্দীন চৌধুরী, উজ্জ্বল বিশ্বাস, মো. হাসান, আবুল হোসেন, মো. নুরুল আলম লেদু, শাহ আলম ভুইয়া, হারুনুর রশীদ রনি, মো. বখতেয়ার, সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক মানিক মিয়া, খন্দকার মো. সেলিম মাঝি, মো. জাহাঙ্গীর বেগ, সৈয়দ মো. জাহাঙ্গীর আলম, দিদারুল আলম দিদার, মো. ওসমান গণি, নজরুল ইসলাম খোকন, সদস্য মো. বেলাল, মো. দেলোয়ার, মো. জাহাঙ্গীর বৈরাগী, মো. সোহেল, আনোয়ার হোসেন, আবুল বশর, ইসমাইল সরকার বেলাল, এয়ার মো. খোকন, মো রাজ্জাক, মো ইয়াছিন,মো. মনির হোসেন, মো. আলী, মো. জসিম উদ্দিন সিকদার, আমির হোসেন বাচ্চু, মো. ইসহাক, মো. সুজন, মো. শাহ জালাল, মো. আনোয়ার হোসেন, মো. আবুল বশর, মো. ফারুক প্রমুখ। সভা শেষে নগরীর আওতাধীন বিভিন্ন এলাকা থেকে আসা বেসিক ইউনিয়ন, সিবিএ, নন সিবিএ নেতৃবৃন্দরা সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান শতাধিক বেসিক ইউনিয়ন সিবিএ নন সিবিএ প্রতিনিধিরা।