সোমবার-২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ-৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাউজানের শিরিষতলায় বৈশাখের বর্ণিল উৎসবে মেতেছিল বাঙালী

লোকমান আনছারী নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

পহেলা বৈশাখের বর্ণিল উৎসবে মেতেছিল রাউজানবাসী। গত রবিবার চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নে কেরণীহাটের শিরিষতলায় বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান ঘিরে বাঁধভাঙা আনন্দের মেতে উঠেন সকল ধর্ম-বর্ণের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জনস্রোতে রূপ নেয় পহেলা বৈশাখের অনুষ্ঠানস্থল শিরিষতলা। শিরিষতলা এলাকাটিকে আগে থেকেই সাজিয়ে তোলা হয়।১২ নং উরকিরচর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ঐতিহ্যেবাহী কেরানী হাটের শিরিষ তলায় প্রথম বারের মত বর্ষবরণ অনুষ্ঠিত হওয়ায় উচ্ছ্বসিত ছিল মানুষ।উল্লেখ্য বিগত কিছুদিন আগে রাউজানের গনমানুষের অভিভাবক,রাউজান থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপি কেরানী হাটের মাঝখানে প্রাচীন রেন্টি গাছতলাকে শিরীষ তলা নামকরন করেন।উদযাপন পরিষদের আহবায়ক স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল এর সভাপতিত্বে ও উদযাপন পরিষদের সচিব রুপায়ন বড়ুয়া কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাবেক পরিচালক প্রফেসর ড.উত্তম কুমার বড়ুয়া পিএইচডি। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক দেবদুলাল ভৌমিক।বিশেষ অতিথি ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ত্রীদিপ কুমার বড়ুয়া,ইউনিয়ন আওয়ািমীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হারুনুর রশিদ,যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব,শেখ মফিজুর রহমান,অলকেশ বড়ুয়া তপু,রাউজান প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শফিউল আলম,আওয়ামীলীগ নেতা নুরুল আবছার,বিশিষ্ট সমাজ সেবক শিবু প্রসাদ বড়ুয়া,কেমি বড়ুয়া মুক্তা,অসীম কুমার বড়ুয়া অপু, উদযাপন পরিষদের অর্থ সচিব ও ইউপি সদস্য তাপস কুমার বড়ুয়া, শেখ নুরুল আজিম জুয়েল,দিবস বড়ুয়া,জাকির হোসেন,সমাজ সেবক অভয় কুমার বড়ুয়া রানা ,পুস্পেন বড়ুয়া কাজল,সঞ্চিতা বড়ুয়া, সরোজ বড়ুয়া রুপু,সমাজ সেবক সমিরন বড়ুয়া, সমাজ সেবক সৈয়দ নুর, আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ আলী,মোহাম্মদ আলম।যুবলীগ নেতা সৈয়দ সাজেদুল করিম সাজু,রবিউল হোসেন আরিফ,সালাউদ্দিন তালুকদার, অপু বড়ুয়া, সৈয়দ আবদুল আজিম মুন্না,এমরান হোসেন মনির, খোরশেদ শাহ, সৈয়দ আরশেদুর রহমান টিংকু,সন্জয় চৌধুরী,সিদুল ধর,সাংবাদিক রতন বড়ুয়া লোকমান আনছারী,জুয়েল বড়ুয়া, ছাত্রলীগ নেতা রায়হান প্রমূখ।উদ্বোধনী অনুষ্ঠানের আগে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পিদের পরিবেশনায় সংগীত, নৃত্য, আবৃত্তিতে মুখরিত হয়ে উঠে শিরিষতলা। এ ছাড়াও টেলিভিশন, বেতার শিল্পীরাও সংগীত এবং নৃত্য পরিবেশন করেন। ছিল বৈশাখী মেলার আয়োজনও।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype