
লোকমান আনছারী নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজান উপজেলায় উরকিরচর ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে। ২৪ মার্চ রবিবার সকাল ১০টায় উরকিরচর ইউনিয়ন পরিষদ চত্ত¡রে উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন।প্রত্যেক কার্ডধারীকে ৬০ টাকা দরে ২ কেজি করে মশুর ডাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল, ৩০ টাকা দরে ৫ কেজি চাউল এবং ৫৫ টাকা দরে ১ কেজি ছোলা বুট দেয়া হয়।এ ব্যাপারে উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল বলেন, নিম্ন আয় ও সুুবিধাবঞ্চিত কার্ডধারী মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। রবিবার উরকিরচর ইউনিয়ন পরিষদ চত্ত¡র, ও উরকিরচর উচ্চ বিদ্যালয় মাঠ দুই টি স্থানে এই টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। তিনি আরো বলেন, নিম্ন আয়ের মানুষের মাঝে এই কার্যক্রমটি খুবই জনবান্ধব।রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপির দিক নির্দেশনায় মানুষ যেনো সঠিকভাবে এই পণ্য পায়,তার জন্য জোরদার ভাবে তদারকি করা হচ্ছে। কোন ডিলার দূর্নীতি করলে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য তাপস বড়ুয়া,ইউপি সদস্য শেখ মনিরুল ইসলাম,ইউপি সদস্য দিবস বড়ুয়া,উরকিরচর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এমরান হোসেন মনির,যুবলীগ নেতা শেখ শাওন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।