স্টাফ রিপোর্টার :
মানবসেবা এবং বাল্যবিবাহ প্রতিরোধ জনগনের মাঝে নানা ধরনের জনসচেতনতা সৃষ্টি,অসচ্ছল ও নিপীড়িত মানুষদের আঈনি সহায়তা,দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ, শীতকালীন সহ বিভিন্ন দূর্যোগে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য জনসচেতনতায় যুগোপযোগী কর্মসূচিতে এ্যাওয়ার্ড পেলেন অ্যাডভোকেট ফারজানা আক্তার। তার বিভিন্ন ধরনের কার্যক্রম সর্বমহলে প্রশংসিত হওয়ায় অ্যাডভোকেট ফারজানা আক্তাকে এ্যাওয়ার্ড দিয়েছে ইংরেজি পত্রিকা ডেইলি ‘মর্নিং টুডে’ পরিবার।গত শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে মর্নিং টুডে পত্রিকার আয়োজিত অনুষ্ঠানে এই এ্যাওয়ার্ড দেয়া হয়।এ্যাওয়ার্ড তুলে দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটোয়ারী ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক টিম পজেটিভ এর চেয়ারম্যান গোলাম রাব্বানী, মর্নিং টুডে’র প্রকাশক ও সম্পাদক কল্যাণ চক্রবর্তীসহ অতিথিরা।এসময় তিনি বলেন আমি সাধারন মানুষের পাশে দাঁড়াবার জন্য আমার সাধ্য মত চেস্টা করবো এছাড়াও তিনি বলেন বাংলাদেশে নতুন আরেকটি মাইলফলক তৈরি হচ্ছে পাঠকদের মাঝে। নতুন আঙ্গিকে আসছে ‘ইংরেজী পত্রিকা daily morning today ইতিমধ্যেই যা দেশে বিদেশের বিভিন্ন মহলে বেশ সুনাম অর্জন করছে। আমার জানামতে বাংলাদেশে ইংরেজী পত্রিকার সখ্যা খুবই কম। সংখ্যাটা হয়ত ৮/৯ এর বেশি হবে না। আমার বিশ্বাস এই পত্রিকা পাঠকদের কাছে বাংলাদেশ তথা বাংলাদেশের মানুষের কথা তুলে ধরতে সচেষ্ট থাকবে। সেই সাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু তনয়া বাংলার মানুষের আশার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ৪১ সফলভাবে সফল করার জন্য সকল কাজের সাথে এই পত্রিকা থাকবে। আমরা আশা করব daily morning today দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও পাঠক জনপ্রিয়তার শীর্ষে থাকবে।