
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজান উপজেলায় একুশে পদকপ্রাপ্ত, সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবির ও একুশে পদক প্রাপ্ত ছড়া সম্রাট সুকুমার বড়ুয়ার সম্মাননা প্রদান অনুষ্ঠান ও তাদের নিরোগ দীর্ঘায়ু জীবন কামনায় অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে মধ্যম বিনাজুরী মিলনারাম বিহার প্রাঙ্গনে ওয়াল্ড ফেডারেশন অব বাংলাদেশী বু্িড্ডস্টস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগি সম্পাদক কবি ও সাংবাদিক রাশেদ রউফ। উদ্বোধক ছিলেন লায়ন আদর্শ কুমার বড়ুয়া, সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও ছড়াকার বিপুল বড়ুয়া, সাংবাদিক উৎফল কান্তি বড়ুয়া। প্রথম পর্বে আয়োজিত অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহসভার সহ-সভাপতি সদ্ধর্মধারী ভদন্ত বিনয়পাল মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহসভার সহ-সভাপতি ধর্মসারথি ভদন্ত শাসনানন্দ মহাস্থবির। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহসভার মহাসচিব ধর্মতিলক ড. সংঘপ্রিয় মহাস্থবির। উদ্বোধক ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় পরিষদের সাধারণ সম্পাদক ভদন্ত রাষ্ট্রপাল স্থবির। বক্তব্য রাখেন সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবির ও ছড়া সম্রাট সুকুমার বড়ুয়ার সম্মাননা প্রদান উদযাপন পরিষদের সমন্বয়কারী জয়সেন বড়ুয়া, সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া, পশ্চিম বিনাজুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিটন বড়ুয়া। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রণজিৎ কুমার বড়ুয়া, পল্টন দেব, দেব প্রিয় বড়ুয়া দেবু প্রমূখ। অনুষ্ঠানে সংবর্ধিত একুশে পদকপ্রাপ্ত দুই গুণীজনকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।