শনিবার-৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাউজানে হাজার হাজার মানুষের ভালবাসায় সিক্ত হলেন পঞ্চম বারের নির্বাচিত সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী

লোকমান আনছারী নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে টানা পঞ্চমবার মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।১৯৭৯ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত চট্টগ্রাম ৬ রাউজান আসনে আওয়ামী লীগ বিজয়ী হতে পারেনি। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী হয়ে ২০০১ সাল থেকে ২০২৪ সালের সংসদ নির্বাচনে টানা পঞ্চম বার সংসদ সদস্য নির্বাচিত হয় এবি এম ফজলে করিম চৌধুরী। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের শাসন আমলে এবি এম ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম ৬ রাউজান আসনের সংসদ সদস্য হয়ে রাউজানের বিভিন্ন এলাকায় ব্যাপক উন্নয়নের কাজ করেন । সন্ত্রাসের জনপদ রাউজানকে শান্তির জনপদে পরিণত করেন । পঞ্চম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ গ্রহন করার পর ১৪ জানুয়ারী রবিবার সকালে রাউজানে এলে রাউজানের সর্বস্তরের জনসাধারণের ভালবাসায় সিক্ত হয় এবি এম ফজলে করিম চৌধুরী।রাউজান উপজেলা প্রশাসন, রাউজান উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, রাউজান পৌরসভা, রাউজান ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, রাউজান লেখক সমিতি, রাউজান গার্ল গাইডস স্কাউটস,রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সাস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল ও বৃক্ষের চারা দিয়ে এবি এম ফজলে করিম চৌধুরীকে সংবর্ধিত করেন । এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যাজাই মারমা উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুল ওহাব,পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ সহ আওয়ামীলীগ, যুবলীগ সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।পঞ্চম বারের মতো নির্বাচিত সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীকে আম গাছের চারা উপহার দিয়ে সংর্বধিত করেন রাউজান প্রেসক্লাব।রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমের নেতৃত্বে আম গাছের চারা উপহার দেওয়ার সময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, প্রদীপ শীল, সিনিয়র সহভাপতি নেজাম উদ্দিন রানা,সহ সভাপতি জিয়াউর রহমান,কার্য নির্বাহীসদস্য কামাল হাবিবি, সাধারন সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ন সম্পাদক লোকমান আনছারী,অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ,সদস্য রতন বড়ুয়া প্রমুখ ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype