অনলাইন ডেস্ক
ক্লাব ফুটবলে কিংবদন্তি খেলোয়াড়দের জার্সি অবসরের রীতিটা বেশ পুরোনো। অনেক ক্লাব তাদের কিংবদন্তি খেলোয়াড়দের সম্মান জানাতে নির্দিষ্ট নম্বরের জার্সি আর কখনো ব্যবহার করে না।
ম্যারাডোনা নাপোলিকে অসামান্য সাফল্য এনে দেওয়ার স্বীকৃতিস্বরূপ নাপোলি তাদের ১০ নম্বর জার্সিকে পাঠায় অবসরে। এরপর থেকে এই নম্বরের জার্সি আর কেউ পরতে পারে না।
তেমনি ফুটবলের রাজা পেলের শেষদিকের ক্লাব নিউইয়র্ক কসমসও চিরদিনের জন্য তুলে রেখেছে পেলের ১০ নম্বর জার্সিটা। তবে যে ক্লাবে খেলে পেলে হয়ে উঠেছিলেন তারকাদের তারকা, তার মৃত্যুর পরও সান্তোসের খেলোয়াড়কে এই জার্সি পরতে দেখা গেছে।
এদিকে, গত কয়েক মৌসুম ধরেই সময়টা ভালো কাটছে না সান্তোসের। দেনায় জর্জরিত ক্লাবটিতে যোগ হয়েছে রাজনৈতিক বিভেদ, ফুটবলারের অভাবসহ নানা বিষয়। এই মৌসুমে এসে সবচেয়ে বড় লজ্জার মুখে পড়েছে ক্লাবটি। গত সপ্তাহে ঘরের মাঠে ফোরতালেজার কাছে ২-১ ব্যবধানে হেরে ইতিহাসে প্রথমবারের মতো অবনমনে পড়েছে পেলের ক্লাব।
এমন অবস্থার মাঝে ক্লাবের পক্ষ থেকে ঘোষণা এসেছে, প্রথম বিভাগে না ফেরা পর্যন্ত পেলের স্মৃতিবিজড়িত ১০ নম্বর জার্সিকে সাময়িকভাবে অবসরে পাঠাচ্ছে তারা। এছাড়া এই বছর ব্রাজিলিয়ান লিগের প্রতি ম্যাচের দশম মিনিটে পেলেকে শ্রদ্ধা জানানো হবে।
এর আগে গত বছরেও সান্তোসের পক্ষ থেকে বলা হয়েছিল তারা আর কখনোই পেলের ১০ নম্বর জার্সিটা ব্যবহার করবে না। তবে স্বয়ং পেলে বলেছিলেন, তিনি চান না ১০ নম্বর জার্সি উঠে যাক। পরে পেলের অনুরোধে সিদ্ধান্ত বদলায় সান্তোস। গত বছরের ২৯ ডিসেম্বর না ফেরার দেশে চলে গিয়েছেন ৮১ বছর বয়সী পেলে।