
লোকমান আনছারী নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার সাথে সাথে চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নে আনন্দ মিছিল করেছে উরকিরচর ইউনিয়ন পরিষদ,আওয়ামীলীগ,সেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৫ নভেম্বর) রাত ৭টায় জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণার সাথে সাথে নেতাকর্মীরা নৌকা নৌকা বলে মিছিল বের করে।রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির দিক নির্দেশনায় উপজেলার উরকিরচর এলাকায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেলের নেতৃত্বে এক বিশাল আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।এসময় আওয়ামী লীগ,স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। মিছিল টি কাপ্তাই সড়ক উরকিরচর বাজার থেকে শুরু হয়ে বৈজ্জাখালী গেইট প্রদক্ষিণ করে সংকিপ্ত আলোচনা সভা করে মিছিল টি শেষ হয়। আয়োজিত আলোচনা সভায় সভপতিত্ব করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল।সভায় প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক ত্রীদিপ কুমার বড়ুয়া,সাবেক চেয়ারম্যান নচরুল্লাহ চৌধুরী লালু,ইউনিয়ন আওয়ািমীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন ইমন,দপ্তর সম্পাদক শেখ মফিজুর রহমান,আওয়ামীলীগ নেতা নুরুল আবছার,আবু তাহের সওদাগর,সেলিম মেম্বার,উপজেলা যুবলীগ নেতা রবিউল হোসেন আরিফ,যুবলীগ নেতা সালাউদ্দিন তালুকদার,ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য শেখ নুরুল আজিম জুয়েল,ইউপি সদস্য জাকির হোসেন,দিবস বড়ুয়া,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এমরান হোসেন মনির,সহ-সভাপতি শহিদুল আলম, আবুল কালাম আবু,খোরশেদ শাহ,আলী হায়দার শাহ,যুগ্ম সম্পাদক লোকমান আনছারী,সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল মুৎসুদ্দী,সহ সম্পাদক মোরশেদ, সন্জয় চৌধুরী,শওকত হোসেন,জাহাঙ্গীর আলম,আজম,শেখ শাওন,মিজান, এরশাদ,ফারুক,হোসাইন কাদেরী,খোকন,রানা,সেচ্ছাসেবকলীগ নেতা ওমর ফারুক,ছাত্রলীগ নেতা মোহাম্মদ রায়হান,আশরাফুল ইসলাম,আহমদ সাইদ, সাজ্জাদ প্রমুখ।