লোকমান আনছারী নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
২য় বারের মতো বাংলাদেশ তায়াকোয়ানডো ফেডারেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুমন দে। গতকাল রবিবার ঢাকার পুরানা পল্টনে অবস্থিত জাতীয় ক্রীড়া পরিষদের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত একটি বিজ্ঞপ্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এই পদে নির্বাচিত হন বলে জানা যায়।
তিনি তায়াকোয়ানডো ফেডারেশন এর দায়িত্ব ছাড়াও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন সুমন দে। তিনি দেশে-বিদেশে তায়াকোয়ানডো সহ খেলাধুলার প্রচার-প্রসারে ভূমিকা রেখে যাচ্ছেন।