শনিবার-৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পঞ্চমবারের মতো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন- ফজলে করিম চৌধুরী এমপি

পঞ্চমবারের মতো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন- ফজলে করিম চৌধুরী এমপি

লোকমান আনছারী নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, দেশের মানুষের গণরায়ে পঞ্চম বারের মতো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। দেশে মানুষ অগ্নিসন্ত্রাস, জ্বালাও- পোড়াও চায় না, মানুষ চাই শান্তি ও উন্নয়ন। তাই আগামী নির্বাচনে জনগণ শান্তি ও উন্নয়নের প্রতীক নৌকাতে রায় দিবে। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়ন পরিষদের উদ্যােগে এই ইউনিয়নে সরকার কর্তৃক উপকারভোগী, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী -অভিভাবকদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার সন্ধ্যায় মদুনাঘাট ব্রিজ সংলগ্ন উরকিরচর বাজার চত্বরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেলের সভাপতিত্বে ইউপি সদস্য আরমান হোসাইন ও শেখ নুরুল আজিম জুয়েল এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ,রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক কফিল উদ্দিন চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর,নুরুল আবছার মিয়া,নচরুল্লাহ চৌধুরী লালু,ত্রীদিপ কুমার বড়ুয়া,চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ,চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ,চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ,ইউনিয়ন আওয়ািমীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম আব্দুল মজিদ,সহ সভাপতি মুক্তিযোদ্বা এস এম হারুনুর রশিদ,সাধারণ সম্পাদক শফিউল আলম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।সমাবেশে ইউনিয়নের প্রায় ৫ হাজার জন উপকারভোগী ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ,জেলা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype